ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৪৭

তৈলাক্ত ত্বকের জন্য ২ টি কার্যকরী ফেস প্যাক

অনলাইন ডেস্ক
তৈলাক্ত ত্বকের জন্য ২ টি কার্যকরী ফেস প্যাক


অতিরিক্ত তৈলাক্ত ত্বক নানান রকম সমস্যা সৃষ্টির কারন। ফলে অতিষ্ট অনেকেই। তাই আজ আমরা নিয়ে এলাম তৈলাক্ত ত্বকের জন্য ঘরোয়া দুইটি ফেস প্যাক যা ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি তক্কের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ব্রনের সমস্যা দূর করতে সহায়তা করবে।
প্রথম ফেস প্যাক তৈরি করার তৈরি করুন শসার ফেস প্যাক। যা ত্বকের জন্য বেশ উপকারী। শসা ও টমেটো গ্রেট করে রস বের করে প্যাক তৈরি করতে নিতে পারেন খুব সহজেই। এই প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ট্যান দূর করতে বেশ কার্যকরী এই ফেস প্যাক। পাশাপাশি ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে।
এছাড়া কাঁচা দুধ এর সাথে কয়েক ফোঁটা লেবুর রস এবং চন্দন পাউডার মিশিয়ে তৈরি করে নিতে পারেন ফেস প্যাক। এটি তৈলাক্ত ত্বকের জন্য দারুন একটি ফেস প্যাক। রোদে পোড়া কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বককে ব্রাইট করে তুলতে সাহায্য করবে। দূত উপকার পেতে প্রতিদিন গোসলের আগে হাতে, মুখে গলায় এবং ঘারে এই প্যাক ব্যবহার করতে পারেন।

উপরে