ঢাকা, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৩৮

রমজান কাদিরভের অসুস্থতার বিষয়ে যা বললো ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
রমজান কাদিরভের অসুস্থতার বিষয়ে যা বললো ক্রেমলিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও চেচেন নেতা রমজান কাদিরভ মারাত্মক অসুস্থ বলে দাবি করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা। এবার রমজান কাদিরভের স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছে রুশ প্রেসিডেন্টর কার্যালয় ক্রেমলিন।

সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। যে কোনো ক্ষেত্রেই প্রেসিডেনশিয়াল প্রশাসন খুব কমই স্বাস্থ্য সনদ দিতে পারে। তাই এখানে আপনাদের জানানোর কিছু নেই।
এরআগে ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’ চেচনিয়ার একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দেশটির সর্বোচ্চ নেতা কাদিরভ কোমায় চলে গেছেন।

গত কয়েক মাস ধরেই কাদিরভের শারীরিক অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। চলতি বছরের শুরুতে বিশ্লেষকরা কাদিরভের দ্রুত ওজন বৃদ্ধি এবং মুখ ফুলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধে ‘কর্নেল জেনারেল’ হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। গত জুলাইয়ে নিজের অধীনস্ত কিছু চেচেন সৈন্যকে বাখমুতের রক্তক্ষয়ী যুদ্ধে মোতায়েন করেন তিনি।

২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কাদিরভ। ২০১৪ সালে সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন তিনি।

উপরে