logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৩২
ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গাজীপুরে
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গাজীপুরে


রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈরের ১২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ২। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

রোববার দুপুর ১২টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলাতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ময়মনসিংহে ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ উপজেলা। আর টাঙ্গাইলের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সখিপুর উপজেলা।

তবে উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর বলেন, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।