ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
আপডেট : ১২ নভেম্বর, ২০২৩ ১৬:৫২

বিয়ের জন্য যেমন পাত্র খুজছেন ইধিকা

নিজস্ব প্রতিবেদক
বিয়ের জন্য যেমন পাত্র খুজছেন ইধিকা


পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল তিনি কলকাতার নায়িকা হলেও শাকিব খানের সঙ্গে অভিনয় করে প্রথম ছবিতেই সাফল্য পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশে এসে জানালেন জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র পছন্দ তার। সম্প্রতি ঢাকায় এসেছেন ইধিকার পাল। ধানমন্ডিতে একটি শোরুম উদ্বোধন করেছেন। অংশ নিয়েছেন একটি শুটিংয়েও। তবে এসবের মাঝেও সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ইধিকা।

জীবনসঙ্গী হিসেবে পছন্দের কথা জানতে চাইলে তিনি বলেন, জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ হলেই পছন্দ নায়িকার। তবে মনটা ভালো হওয়া চাই। যেন সবাইকে সম্মান করে এমন মানসিকতার হতে হবে। প্রেম প্রসঙ্গে ইধিকা জানান, তার জীবনে এখনও কেউ আসেনি।

এলে অবশ্য সবাইকে জানানোর কথাও বলেছেন তিনি। ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। ক্যারিয়ার শুরুর মাত্র ৩ বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ছবি করে জনপ্রিয় হয়েছেন এ অভিনেত্রী।

উপরে