ঢাকা, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
আপডেট : ৬ নভেম্বর, ২০২৩ ১৬:১১

ঢাকায় আসছেন কবীর সুমন

বিনোদন ডেস্ক
ঢাকায় আসছেন কবীর সুমন


ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। এক কর্মশালায় অংশ নিতে চার দিনের সফরে আসছেন তিনি। ঢাকা আসার বিষয়টি জানিয়েছেন এ শিল্পী নিজেই।

এক ফেসবুক পোস্টে কবীর সুমন লেখেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ (০৫ নভেম্বর) ঢাকা যাচ্ছি। কবীর সুমনের গানের কনসার্টের জন্য ভীষণভাবে মুখিয়ে থাকেন বাংলাদেশের দর্শক।

ঢাকা আসার খবর শুনে অনুসারীদের অনেকেই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বাংলা খেয়াল শোনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেসবের উত্তরে কিছু জানাননি গানওয়ালা। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের একটি অনুষ্ঠানে এসেছিলেন কবীর সুমন।

সেখানে এক সংবাদমাধ্যমের সামনে এই শিল্পীকে বলতে শোনা যায়, গান গাইলে বাংলাদেশেই গাইব, ভারতে নয়। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ১৩ বছর পর বাংলাদেশে এলাম। এখানে আসার কিছুদিন আগে কলকাতার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পুরো অনুষ্ঠানে শুধু টেলিফোন বাজল আর লোকে কথা বলল। বাংলাদেশে কেউ আমার গান শোনার সময় আমাকে অপমান করেনি। একটা ফোন বাজেনি। একটা কথা হয়নি। তাই বাংলাদেশ যখনই আমন্ত্রণ জানাবে, আমি ছুটে আসব।

গত বছর কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিন দিনের একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছিল।

উপরে