ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪২

কারামুক্ত হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহী

বিনোদন ডেস্ক
কারামুক্ত হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহী


প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহী। শুক্রবার তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।
সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই)। পরে জাফর পানাহির স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়। গত বছরের জুলাইয়ে দুই চলচ্চিত্র নির্মাতার গ্রেপ্তারের ঘটনায় ইরান সরকারের সমালোচনা করে আটক হন জাফর। এর তাকে স্থানান্তর করা হয় তেহরানের এভিন কারাগারে।

তবে মুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে অনশন করছিলেন ৬২ বছর বয়সী এই চলচ্চিত্র পরিচালক। দ্য মিরর, দ্যা সার্কেল ও অফসাইডের মতো সিনেমার কারণে বিশ্বব্যাপী পরিচিত নির্মাতা জাফর পানাহী। কান, গোল্ডেন লায়ন ও ভেনিস ফেস্টিভ্যালের মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছেন তিনি।

উপরে