ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:০৮

দুই ঘন্টা পর সচল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
দুই ঘন্টা পর সচল মেট্রোরেল

 

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর অবশেষ মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এদিকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস)(বৈদ্যুতিক তার) জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

উপরে