ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১০

গ্রামীণফোনের ১৮০ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
গ্রামীণফোনের ১৮০ জন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন

স্থায়ী ১৮০ জন কর্মহীন কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে গতকাল রবিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ‘করোনা মহামারির শুরুর দিকে গত মে মাস হতে টেকনোলজি ও কমার্শিয়াল ডিভিশনের ১৮০ জন কর্মীকে তাদের স্থায়ী কাজ থেকে অপসারণ করে কর্মহীন করে রেখেছে এবং অদক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে সংবেদনশীল কাজগুলো চালিয়ে নিচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এরই মধ্যে এসব দক্ষ কর্মীরা কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। এসব কর্মীকে তাদের কাজে ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানান এবং না হয় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের চট্টগ্রাম সার্কেলের আহ্বায়ক কমিটির সভাপতি মো. ইমাম উদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক প্রভাংকর চৌধুরীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপরে