ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫

নতুন চুক্তি নিয়ে নেইমারের সঙ্গে আলোচনায় পিএসজি

অনলাইন ডেস্ক
নতুন চুক্তি নিয়ে নেইমারের সঙ্গে আলোচনায় পিএসজি

ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি। এ বিষয়ে আলোচনা সঠিক পথেই আছে বলে ইঙ্গিত দিয়ছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। একইসাথে তিনি জানিয়েছেন, ফরারি তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে আলোচনা এখনও চলছে।

বিশ্বের সবচেয়ে দামী এই দুই ফরোয়ার্ডের সাথে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির বর্তমান চুক্তি ২০২২ সালের জুনে শেষ হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি গণমাধ্যম সূত্র নিশ্চিত করেছেন নেইমারের সাথে ইতোমধ্যেই নতুন চুক্তির সবকিছু সম্পন্ন করে ফেলেছে পিএসজি। কিন্তু লিওনার্দো প্যারিস রেডিও স্টেশন ফ্রান্স ব্লু’তে বলেছেন, ‘বিষয়টি সঠিক পথেই রয়েছে। কিন্তু দিনের শেষে চুক্তিতে স্বাক্ষর করার পরেই কেবলমাত্র বলা যাবে চুক্তি সম্পন্ন হয়েছে।’
 
২০১৭ সালে নেইমারের মতই পিএসজিতে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তাকে নিয়ে গত মৌসুম থেকেই বেশ জোড় গুঞ্জন রয়েছে। এ সম্পর্কে লিওনার্দো বলেছেন, ‘আমরা এ ব্যাপারে এমবাপ্পের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। দীর্ঘদিন ধরেই এই আলোচনা হয়ে আসছে। প্রতিবারই বিষয়টি আরো বেশি স্পষ্ট হচ্ছে। আমরা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হব তখনই এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাবে। আমার মনে হয় প্রতিবারই আমরা তার সাথে চুক্তি নবায়নের ব্যাপারে আরও কাছাকাছি পৌছে যাই।’

লিওনার্দো আরও নিশ্চিত করেছেন পিএসজি এ্যাঞ্জেল ডি মারিয়া ও হুয়ান বারনাটের সাথেও চুক্তি নবায়ন করতে আগ্রহী। চলতি মৌসুমের শেষে এই দু’জনের সাথে পিএসজির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

উপরে