ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আপডেট : ১০ জুন, ২০২১ ১১:২৯

তিন উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
তিন উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

জাতীয় সংসদের শূন্য হওয়া তিনটি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। আগামী ১৪ জুলাই ওই তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ জুন) বেলা ১১টায় দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় আগ্রহীদের সাক্ষাৎকার শেষে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

জানা গেছে, ঢাকা-১৪ আসনে জাপার মনোনয়ন পেয়েছেন মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং সিলেট-৫ আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. জসিম উদ্দিন।

জাপা চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

যদিও অনুষ্ঠিতব্য এই উপনির্বাচন পেছাতে একদিন আগেই মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাপার একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে সাংবাদিকদের বাবলু বলেন, ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে জাপা কোনো ভোট চায় না। ওইদিন উপনির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।

উপরে