ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১ ১১:৪৪

কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান

অনলাইন ডেস্ক
কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে বৈঠকে বসবে পাকিস্তান

ভারত-পাকিস্তানের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের সম্পর্কে উন্নয়নের যে ইতিবাচক পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলে ভারতের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে তার দেশ। তবে সম্প্রতি কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা আবারও বিবেচনা করলে পাকিস্তান আলোচনায় বসবে।  

কুরেশি আরও বলেন, 'ভারত যদি ২০১৯ সালের ৫ আগস্ট নেওয়া কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয় তবে পাকিস্তান দুই দেশের মধ্যে পার্থক্য নিয়ে বসতে এবং কথা বলতে এবং আলোচনার মাধ্যমে ঝুলে থাকা ইস্যুগুলো সমাধান করতে খুশি হবে।'
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

উপরে