ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২১ এপ্রিল, ২০২১ ১২:৫৬

তদন্তের চাপে অস্ট্রেলিয়ার কাছে ব্যবসা বেচতে মরিয়া চীনা খামারীরা

অনলাইন ডেস্ক
তদন্তের চাপে অস্ট্রেলিয়ার কাছে ব্যবসা বেচতে মরিয়া চীনা খামারীরা

সম্প্রতি পরিবেশ সুরক্ষা সংস্থা, অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় সবচেয়ে বড় এবং প্রাচীনতম দুগ্ধ খামারের চীনা মালিকদের ২৩টি খামারে অভিযান চালিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশের কথা প্রকাশ করার পর সেখানে তদন্ত শুরু হয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক খামারের এক কর্মচারী তদন্তের সপ্তাহটিকে হাস্যকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 'টিডিআইএ (তাসমানিয়ান ডেয়ারি ইন্ডাস্ট্রি অথরিটি) কিছু খামার পরিদর্শন করেছে। তারা যা দেখেছে, তা বর্ণনা করার ভাষা নেই, এ যেন এক বিষ্ঠা শো।' তিনি কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে এত দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, 'তাসমানিয়ার ২৩টি খামারের মালিক ভ্যান ডেয়ারি গ্রুপ মেলবোর্নভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপকের কাছে তাদের ২৩টি খামারের মধ্যে ১০টি পর্যন্ত বিক্রির বিষয়ে আলোচনা করছে।' খামারের অবস্থা নিয়ে তদন্ত শুরু হওয়ার পর ব্যবসার কিছু অংশ বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছেন চীনা মালিকেরা।
উল্লেখ্য, ২০১৬ সালে চীনের মুন লেক দখলের পর কর্মচারী এবং স্থানীয়দের কাছ থেকে বেশ কয়েকটি গোপনীয় নথি, ছবি এবং অ্যাকাউন্ট থেকে দেখা যায়, অবস্থার আরও অবনতি হয়েছে।

উপরে