ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ ১৩:২৩

ইসরায়েল ও ইরানের বর্ধিত উত্তেজনার কারণে নুতন চুক্তির কথা ভাবতে হবে

অনলাইন ডেস্ক
ইসরায়েল ও ইরানের বর্ধিত উত্তেজনার কারণে নুতন চুক্তির কথা ভাবতে হবে

বাইডেন প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা হিসেবে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনই প্রথম, যিনি ইসরায়েল সফর করছেনও তার সফর চলাকালে ইরানের নাতাঞ্জ পরমাণু প্রকল্পে সন্দেহজনক বিদ্যুৎ বিভ্রাট হলে ইরান ইসরায়েলকে দোষারোপ করেও 

প্রতিরক্ষামন্ত্রী ইরানের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে বলেছেন, ইসরায়েলের সঙ্গে তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, দৃঢ়চিত্তে ইরানের পরমাণু চুক্তি বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। 
তিনি বলেন, এই চুক্তি তাদেরকে আইনি পন্থায় পরমাণু অস্ত্র আহরণের সুযোগ করে দেবে।

ইরান বিষয়ে বিশেষজ্ঞ এলদাদ স্যাভিট বলেছেন, ইসরায়েল ও ইরানের বর্ধিত উত্তেজনা, বাইডেন প্রশাসনকে হয়তোবা ইরানের সঙ্গে নুতন এক চুক্তি সম্পাদনের পথে নিয়ে যাবে। সূত্র: ভয়েস অব আমেরিকা

উপরে