ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আপডেট : ১১ এপ্রিল, ২০২১ ১২:২২

আগ্নেয়গিরির ধোঁয়ায় অন্ধকারাছন্ন কিংস্টন শহরের আকাশ

অনলাইন ডেস্ক
আগ্নেয়গিরির ধোঁয়ায় অন্ধকারাছন্ন কিংস্টন শহরের আকাশ

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্টে ৪২ বছরের পুরানো লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে রাজধানী কিংস্টনের বেশির ভাগ ভবন ও রাস্তাঘাট। নাগরিকরা অক্সিজেনের ঘাটতি ও দিনের বেলাতেও অন্ধকারে যান চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আগ্নেয়গিরির উদগীরণ অব্যাহত থাকায় ধোঁয়া ক্রমাগত বেড়েই চলেছে। ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে 'রেড জোন'। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও জারি করেছে কর্তৃপক্ষ। চলমান অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ১৬ হাজারের বেশি স্থানীয় বাসিন্দাকে।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাগ্রত এ আগ্নেয়গিরির প্রভাবে কালো ধোঁয়ায় অন্ধকার নেমে আসছে আশপাশের এলাকায়। এরপর দ্বীপের প্রধানমন্ত্রী র‌্যাল্ফ গনসাল্ভস ১৬ হাজারেরও বেশি বাসিন্দাকে জরুরিভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৭৯ সালে সেন্ট ভিনসেন্টে লা সৌফ্রিয়ার আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। তারও অনেক আগে ১৯০২ সালে এক আগ্নেয়গিরি বিস্ফোরণে এক হাজারেরও বেশি মানুষ মারা যান।

উপরে