ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:১০

অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়েছে ভারত, মোদির আক্ষেপ

অনলাইন ডেস্ক
অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়েছে ভারত, মোদির আক্ষেপ

ফের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ হওয়ার ডাক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ত্র তৈরিতে ভারত পিছিয়ে পড়েছে বলে আক্ষেপ করে এবার ‘দেশি’ হাতিয়ার নির্মাণে জোর দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সোমবার রাজধানী নয়াদিল্লি থেকে ভারচুয়াল বার্তায় মোদি বলেন, “অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে আমাদের একশ’ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত হাতিয়ার রফতানি করেছে। কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি খারাপ হয়েছে। এখন অত্যন্ত ছোট হাতিয়ারও আমাদের আমদানি করতে হয়। বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে আমরা অন্যতম।”

প্রতিরক্ষা ক্ষত্রে আনা পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “১০০টি পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি তালিকা তৈরি করেছে সরকার। এটা আমাদের আত্মনির্ভর করে তুলবে। কারণ, এর ফলে অন্য দেশের ওপর নির্ভর করার প্রবণতা কমবে। দেশে কর্মসংস্থান তৈরি হবে।”

উপরে