ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আপডেট : ৭ মার্চ, ২০২১ ১২:২৮

গাজীপুর ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি
গাজীপুর ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ আহবায়ক কমিটির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

এ জগতে কেউ কেউ জন্মগতভাবে মহান, কেউ মহত্বের লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেন, আবার কেউ স্বীয় প্রচেষ্টায় মহানুভবতা অর্জন করেন৷ আমার মতে, এই ৩টি বৈশিষ্ট্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য। কথাগুলো ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার ও ইংল্যান্ডের "জাতীয় কবি" এবং "বার্ড অব অ্যাভন" (অ্যাভনের চারণকবি) উইলিয়াম শেক্সপিয়ারের। উক্তিগুলো জাতির জনককেই মানায়,কারন সে চিরন্তন সত্যের মহানায়ক।। এই মহানায়কের আদর্শের বিন্দু মাত্র ছিটেফোটা নিয়ে চলার আগ্রহ নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গত ৬ মার্চ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে উন্মোচিত হলো, গাজীপুর মহানগর ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর নতুন আহবায়ক কমিটির। নবীন আর প্রবীনদের মিশেলে গঠিত এই কমিটির মাধ্যমে আবারও প্রমাণিত হলো, গাজীপুর মহানগর আওয়ামীলীগ আগের চেয়ে অনেক সঙ্গবদ্ধ, সু-শৃংখল আর দেশ গঠনে দুর্বার। নতুন কমিটির আহবায়ক হলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী পরিবারের পরিচিত মুখ, বহুবার পরিক্ষিত প্রবীন ওয়ার্ড সভাপতি,বারবার আস্থার প্রতিদান দেয়া রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদ সরকার এবং তারুণ্যের প্রতীক হওয়া ব্যক্তিত্ব, আব্দুর রসিদ হলেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব। এই কমিটির আরও সম্মানিত যুগ্ন আহবায়ক হলেন-আব্দুল জলিল খন্দকার, তরিকুজ্জামান হিমু,আনোয়ার হোসেন এম এ। সদস্যবৃন্দ -মোঃ বাবুল হোসেন, আবুল হোসেন, ফারুক হোসেন,লিয়াকত হোসেন, মোশারফ হোসেনসহ অনেকে। নব্য কমিটির আহবায়ক আব্দুল মজিদ সরকার বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে নিয়ে এসেছি, যেনো এই সমাধির দিকে তাকিয়ে অনুভব করি বঙ্গবন্ধুর জন্য এই বাংলাদেশ, আর বিন্দুমাত্র ভুলে না যাই আমরা জাতিরজনক এর কান্ডারি। এই জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি।’ তিনি আরও বলেন, ‘কোন জাতি যখন প্রকৃতই কোন সংকটের সম্মুখীন হয়, তখন ঠিকই সেই জাতির পরিত্রাণের উদ্দেশ্যে পৃথিবীতে আবির্ভাব ঘটে কোন না কোন মহাপুরুষের। বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই একজন উজ্জ্বল জ্যোতিষ্কস্বরূপ। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে পূর্ব পাকিস্তানের বাঙালি যখন ভুগছে অস্তিত্ব সংকটে, তখনই বাঙালি জাতির পরিত্রাণের প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন শেখ মুজিবুর রহমান। বর্তমান দক্ষিণ এশিয়ার বুকে যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র আজ মানচিত্রে জ্বলজ্বল করে, সেই রাষ্ট্রটির গঠনে সব থেকে বড় অবদান শেখ মুজিবুরের। সেজন্যই স্বাধীন বাংলাদেশ তাকে দিয়েছে জাতির জনকের সম্মান। শেখ মুজিব ছাড়া আজকের বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব কল্পনাই করা যেত না।’ তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার বিশ্ব্যস্ত সহচর গাজীপুর মহানগর আওয়ামীলীগ এর অভিভাবক, এ্যাডভোকেট আজমতউল্লাহ খান ও সারা বাংলাদেশের রোল মডেল মেয়র ও মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাইয়ের নেতৃত্বে ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ জনগণের পাশে আছে ও থাকবে সব সময়।সদস্য সচিব আব্দুর রসিদ বলেন, ‘এই কমিটি আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলম ভাইয়ের রোপিত বীজ, যা আগামী দিনের কোন না কোন মুজিব আদর্শের অবিসংবাদিত নেতা হয়ে আবির্ভূত হবে তারুণ্যের বজ্রকন্ঠ নিয়ে। তিনি আরও যোগ করে বলেন বঙ্গবন্ধুর সময় কিউবার তৎকালীন রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রো সার্থক উক্তিটি করেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, তবে আমি মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় যিনি হিমালয়ের মতন।’ এই হিমালয় হবে এক একটা ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর পরিক্ষীত সেনা বহর ইনশাআল্লাহ। পরিশেষে বঙ্গবন্ধুর বিদেহি আত্মার শান্তি কামনা করে এবং মহানগর আওয়ামীলীগ এর অভিভাবক আজমত উল্লাহ খান এবং জাহাঙ্গীর আলম ভাইয়ের সফলতা কামনা করে এক দোয়া আয়োজন ও প্রীতিভোজ এর মাধ্যমে সমাধি ভ্রমনের আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘোষনা করা হয়।

 

উপরে