ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ১৭:১৬

বঙ্গবন্ধুর প্রতি অবমাননা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর প্রতি অবমাননা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ


মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবমাননা প্রতিরোধে গণকর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দিকা, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আলী হোসাইন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর রফিকুল ইসলাম তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর, কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহজাহান আলী বিশ্বাস। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘শেখ মুজিবুর রহমান কোনো দলের সম্পদ নয়। তিনি দেশের সম্পদ। তিনি জাতির পিতা। আমাদের বক্তব্য হলো-জাতির পিতা একটি সাংবিধানিক বিষয়। জাতির পিতার সম্মান রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।

উপরে