ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০ ১৬:২৫

করোনায় মারা গেলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক
করোনায় মারা গেলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ


কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজাম্মিল হক (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. এরশাদুল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

অধ্যাপক মুহাম্মদ মুজাম্মিল হক রংপুর জেলার মাহিগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ২০১৯ সালের ডিসেম্বর মাসে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে যোগদান করেন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি করোনায় আক্রান্ত হন।
সহযোগী অধ্যাপক এরশাদুল হক জানান, অধ‌্যক্ষ অধ্যাপক মুহাম্মদ মুজা‌ম্মিল হক ক‌রোনা প‌জি‌টিভ ছি‌লেন। তার ডায়াবেটিকসসহ হা‌র্টের সমস্যাও ছিল। তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে জ্বরে আক্রান্ত হ‌য়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।
প‌রে গত ৯ নভেম্বর তা‌কে ঢাকায় এক‌টি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে হার্টের অবস্থার অবনতি হলে তা‌কে লাইফ সা‌পো‌র্টে নেওয়া হয়। তবে নভেম্বরের শেষের দি‌কে তার ক‌রোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। শুক্রবার সন্ধ্যায় লাইফ সা‌পোর্ট খুলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

উপরে